অবিশ্বাস্য কিংবা অকল্পনীয়, এই ঘটনাকে কোনো বিশেষণে বিশেষায়িত করা বোধয় একটু কঠিনই বটে। ১ উইকেটে ১০০ রান থেকে ৮ উইকেটে ১০৫, মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে টালমাটাল বাংলাদেশ। অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। এমন বিপর্যয় ক্রিকেট বিশ্ব আগে কখনোই দেখেনি!
কলম্বোতে ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান তুলে সহজ জয়ের দিকেই দলকে নিয়ে যাচ্ছিলেন শান্ত-ইমন।
তবে শান্তর রান আউটের পর বদলে যায় পুরো দৃশ্যপট। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। ৫ রানের মাঝেই ৭ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দল। শেষ পর্যন্ত ৭৭ রানের হার নিয়েই মাঠ ছেড়েছে মিরাজের দল।
ওয়ানডে ইতিহাসে ম্যাচে ১ উইকেট পড়ার পর ৮ উইকেট পড়ার মাঝে সবচেয়ে কম রান করার রেকর্ড এখন বাংলাদেশের। মাত্র ৫ রানেই ৭ উইকেট হারিয়ে লজ্জার এই রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ভেঙেছে যুক্তরাষ্ট্রের রেকর্ড। নেপালের বিপক্ষে ২০২০ সালে এই রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে ১ উইকেটে ২৩ রান থেকে ৮ উইকেটে ৩১ রান করেছিলেন তারা। ৮ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে এতদিন এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের।