প্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালিপ্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে ঘরের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই পরিবারের সদস্য সিরাজ মিয়া নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি

এর আগে বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার ঘরের সামনে ওই চিঠি কে বা কারা রেখে যায়। চিঠির খামের ওপরে লেখা ‘লাল বাহিনী’।

চিঠিতে লেখা রয়েছে, ‘তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকাপয়সা আছে। যদি স্বর্ণালংকার ও টাকাপয়সা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে আমরা গণধর্ষণ করব।’

 

বাড়ির মালিক সিরাজ মিয়া জানান, তার এক ছেলে ইতালিতে থাকেন। বাড়িতে স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি থাকেন। এক মাস আগে তার ইতালিপ্রবাসী ছেলে বাড়িতে আসেন। বুধবার রাত ১০টার পর ছেলে বাজার থেকে বাড়িতে প্রবেশের সময় গেটের সামনে একটি খাম দেখতে পান, যার ভেতরে একটি চিঠি ছিল। চিঠিটি পড়েই পরিবারের সবার আতঙ্কে রাত কাটে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • চিঠি
  • প্রবাসীর বাড়ি
  • সংঘবদ্ধ ধর্ষণ
  • হত্যা
  • হুমকি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।