উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 জানতে পারবে এই পোস্টের মাধ্যমে, জানতে পারবে 2022 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন খুঁজছে তাদের উদ্দেশ্যে এই পোস্টটি তৈরি করা হয়েছে। যে সকল শিক্ষার্থীরা ২০২৩ সালে মার্চ মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এ পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।
আমরা এর আগে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু তুমি যদি চাও তাহলে পড়তে পারো। এই পোস্টটির মূল বিষয় হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 pdf সহ প্রকাশ করা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023
চলো বন্ধুরা জেনে নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023। অনেক নতুন শিক্ষার্থী বন্ধুরা আছে যারা সমাধান পরীক্ষা দিতে চাচ্ছে কিন্তু সমস্যা হল পরীক্ষার রুটিন জানেনা। এছাড়াও পরীক্ষার ডেট জানেনা। এজন্য গুগলে সার্চ করেছে যে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন তো চলো জেনে নি। 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বা উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ২০২৩।
2022 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
উচ্চ মাধ্যমিক রুটিন 2023 (HS Routine 2023) | |
পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক 2023 |
বোর্ড | WBCHSE |
পরীক্ষা শুরু | 14 মার্চ, 2023 |
পরীক্ষা শেষ | 27 মার্চ, 2023 |
অফিশিয়াল ওয়েবসাইট | www.wbchse.nic.in |
Download link | Given below |
2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
অনেক শিক্ষার্থী বন্ধুদের মনের মধ্যে সন্দেহ বা কনফিউশন থেকে যায় যে কিভাবে গুগলে সার্চ করলে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যায়। তো অনেকেই 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বলে সার্চ করে। আবার অনেকেই ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বলে সার্চ করে। আসল কথা হচ্ছে, আচ্ছা যেভাবে সার্চ করো না কেন একটি রেজাল্ট তুমি পাবে। আমরাই তোমার দুজনে মূল বিষয় কোনটি, এই প্রবন্ধের মূল বিষয় হলো পরীক্ষার রুটিন শেয়ার করা।
২০২২ সালে পরীক্ষা অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই মার্চ থেকে। ১৪ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ২৭ মার্চ। ১৩ দিনের মধ্যে ২০২২ অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে।
এজন্য সময় বেশি নেই সকল শিক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। পরীক্ষার বিস্তারিত জানতে পারবে এবং পরীক্ষার সংশোধিত সময়সূচি জানতে পারবে আমাদের ওয়েবসাইটে। এজন্য প্রতিনিয়ত ভিজিট করুন।
এছাড়া সরাসরি বিস্তারিত জানতে গভমেন্টের ওয়েবসাইট ভিজিট করতে পারো। কারন যেকোনো সময় পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে। যেহেতু করোনা মহামারি নাই সেহেতু পরীক্ষা 100% কোনো রুটিন পরিবর্তন হবে না।
2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন আশা করি অনেক শিক্ষার্থীবৃন্দ ভাই-বোন পেয়েছে। দুটি করোনা মহামারের সময় সকল শিক্ষার্থী বন্ধুরা প্রস্তুত নিয়েছিল। এখন প্রশ্ন কেন আমি 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এই টপিক নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যারা google এ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক রুটিন বলে সার্চ করছে। এজন্য এই টপিকটি উঠে এসেছে।
সুতরাং শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করবে না আশা করি পরীক্ষার সম্পূর্ণ রুটিন পেয়ে যাবে যারা এখনো পায়নি। এছাড়া আমরা কিছু টিপস দেব কিভাবে পরীক্ষা ভালো রেজাল্ট করবে। এখনো এই পোস্টটি পড়ছো মানে আরো বিশেষ কিছু জানতে চেয়েছ 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ছাড়াও। নিচে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২ দেওয়া হয়েছে সুতরাং চালিয়ে যাও আরো গুরুত্বপূর্ণ রেজাল্টের নোটিশ পেতে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 pdf Download
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 Pdf | Download |
পিডিএফ নাম | পশ্চিমবঙ্গ এইচএস পরীক্ষার রুটিন 2023 পিডিএফ |
Official Website– | https://wbchse.nic.in |
পিডিএফ সাইজ | 1.36 MB |
ভাষা | ইংরেজি |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023
14 মার্চ, 2023 (মঙ্গলবার) | বাংলা(A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
16 মার্চ, 2023 (বৃহস্পতিবার) | ইংলিশ (B), বাংলা (B), হিন্দি(B), নেপালি(B), অল্টারনেটিভ ইংলিশ |
17 মার্চ, 2023 (শুক্রবার) | হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট |
18 মার্চ, 2023 (শনিবার) | বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স |
20 মার্চ, 2023 (সোমবার) | গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস। |
21 মার্চ, 2023 (মঙ্গলবার) | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
22 মার্চ, 2023 (বুধবার) | কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি |
23 মার্চ, 2023 (বৃহস্পতিবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি |
24 মার্চ, 2023 (শুক্রবার) | ইকোনমিক্স |
25 মার্চ, 2023 (শনিবার) | রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
27 মার্চ, 2023 (সোমবার) | স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 pdf
উচ্চ মাধ্যমিক রুটিন 2023 | ডাউনলোড করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |