
প্রতীকী ছবি
জুলাই আন্দোলনকে বাজে ভাষায় কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেয়ায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখায় তিন দিনে দুই ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ ছাত্ররা। তাদের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। শুক্রবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়। আটক রাতুল (১৪) তামীরুল মিল্লাত মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে গাজীপুরের তারগাছ এলাকায় পরিবার সঙ্গে বসবাস করত।
এর আগে আটক মেজবাহ উদ্দিন মোল্লা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি তামীরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখার তিতুমীর হলের ৬০০১ নম্বর কক্ষে থাকতেন।
পুলিশ জানায়, টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ‘জুলাই’ বিপ্লববিরোধী মন্তব্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাতুল নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে বৃহস্পতিবার রাতে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, রাতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাইবিরোধী মন্তব্য এবং একটি মেসেনজার গ্রুপে অশালীন মন্তব্য এবং উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার পরিকল্পনায় লিপ্ত ছিল। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে মেসেনজারে তার যোগাযোগের বিষয়টি জানা জানি হলে বিকাল থেকে মাদ্রাসার শরীয়তউল্লাহ হলের ১০০৪ নম্বর রুমে রাতুলকে আটকে রাখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রসংসদের নেতৃবৃন্দরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতুলকে উদ্ধার করে হোস্টেল সুপারের কক্ষে নিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করে।
পহেলা জুলাই ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে অশালীন পোস্ট করায় ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে। উত্তেজিত ছাত্ররা তাকে মারধর ও মাথার চুল কেটে টঙ্গী করছেন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্র জানায়, ১ জুলাই সকালে অভিযুক্ত তার ব্যক্তিগত ফেসবুকে রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেন। প্রাথমিকভাবে বিষয়টি ধামাচাপা থাকলেও ১৫ ঘণ্টা পর শিক্ষার্থীদের নজরে আসে। পরে শিক্ষার্থীরা তাকে ধরে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেন। ২ জুলাই পুলিশ তাকে আদালতে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, গত তিন দিনে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার দুই জন শিক্ষার্থীকে জুলাইবিরোধী প্রচারণার অভিযোগে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।