তিনমাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহেশপুর থানা পুলিশ ওয়াসিম আকরামের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার বাবা ও আপন বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম মৃধা বলেন, গত ১১ এপ্রিল রাতে পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায় ওয়াসিমসহ বেশ কয়েকজন। ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে সে, বাকিরা পালিয়ে আসে। পরের দিন সকালে ভারতের অভ্যন্তরে ইসামতি নদীতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওয়াসিমের মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘ প্রায় তিন মাস অনেক চেষ্টার পর তার মরদেহ ফেরত আনা সম্ভব হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত (১১ এপ্রিল) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর ভারতীয় ইসামতি নদীতে ওয়াসিমের মরদেহ পাওয়া যায়। পরে তার মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালি শেষে ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।

  • ফেরত
  • বাংলাদেশি মরদেহ
  • ভারতীয় পুলিশ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।