মধ্যরাতে নারী ফুটবল দলকে অভিনব সংবর্ধনা দেবে বাফুফে

Featured Image
PC Timer Logo
Main Logo

বাছাইপর্বের বাধা পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন তারা। বাংলাদেশ নারী ফুটবলের দলের এমন ইতিহাস গড়া যাত্রার পর বড় সংবর্ধনার আভাস পাওয়া যাচ্ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ৬ জুলাই মধ্যরাতে ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবেন তারা।

নারী এশিয়ান কাপের বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কিমেনিস্তানকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে পা রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের সব ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন তারা।

বাংলাদেশ দলের এমন সাফল্যের বড় সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাফুফে। বাছাইপর্বের লড়াই শেষে আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। রাত ৯টায় ব্যাংককে ট্রানজিট শেষে রাত ১২টায় ঢাকার বিমানে ওঠার কথা রয়েছে তাদের।

আজ রাত ১.৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা বাংলাদেশ জাতীয় দলের। সেখান থেকেই সরাসরি হাতিরঝিল আম্ফিথিয়েটারে চলে যাবেন ঋতুপর্ণারা। রাত ২.৩০ মিনিটে তাদের দেওয়া হবে সংবর্ধনা।

কিন্তু কী কারণে এত রাতে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে? আসলে ৭ জুলাই, সোমবার সকালেই ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে থিম্পুর উদ্দেশে রওনা হবেন। তাদের কথা মাথায় রেখেই মধ্যরাতে আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠানের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।