ডেমরায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা থানা এলাকায় খুন হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তাঁর শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হতে পারে।

ওসি মো. মাহমুদুর রহমান গতকাল সোমবার বিকেলে বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার একটি নির্জন জায়গায় কাশবনের ভেতরে হাত-পা বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার হয়। ওই যুবককে হত্যা করে কাশবনে লাশ ফেলা হয়। তবে তাঁর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা তাঁকে হত্যা করেছে তার তদন্ত চলছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী এসআই দেবনাথ বলেন, রবিবার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আনুমানিক ২৬ বছর বয়সি ওই যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • উদ্ধার
  • ডেমরা
  • লাশ
  • হাত-পা বাঁধা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।