টেস্ট থেকে অবসরের কারণ জানালেন কোহলি

Featured Image
PC Timer Logo
Main Logo

এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে ভারত। এই সিরিজের ঠিক আগেই আকস্মিকভাবে সাদা পোশাককে বিদায় বলেন বিরাট কোহলি। কিন্তু ঠিক কী কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন কোহলি, সেটা কখনোই প্রকাশ করেননি তিনি। তবে এক অনুষ্ঠানে কোহলি খানিকটা মজার ছলেই বলেছেন, দাড়ি পেকে গেছে বলেই টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছেন তিনি!

সাদা পোশাকে ভারতের হয়ে ফর্মটা খুব একটা ভালো যাচ্ছিল না তার। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই রানে ফিরবেন কোহলি, সমর্থকরা আশা করছিলেন এমনটাই। তবে হঠাৎ করেই ১২ মে টেস্টকে বিদায় বলেন কোহলি। অবসরের ৩ মাস পেরিয়ে গেলেও এখনো কোহলির অবসরের আসল কারণটা পাওয়া যায়নি।

যুবরাজ সিংয়ের চ্যারিটি ফাউন্ডেশন ‘ইউউইক্যান’-এর একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহলি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন, লারা, গেইল, রবি শাস্ত্রী, পিটারসেনরাও।

সেই অনুষ্ঠানের সঞ্চালক গৌরব এক পর্যায়ে কোহলিকে উদ্দেশ্য করে বলেন, তিনি টেস্টে কোহলিকে মিস করছেন। কেন তিনি টেস্ট খেলছেন না, সেই আক্ষেপও ঝড়ে তার কণ্ঠে।

সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘আমি দুই দিন আগেও আমার দাড়িতে রং লাগিয়েছিল। যখন চার দিন পরপর দাড়িতে রং লাগাতে হয়, তখন বুঝে নিতে হবে আপনার সময় হয়ে গেছে!’

অনুষ্ঠানে মজা করে দাড়ি পাকাকে ‘দায়ী’ করলেও আসলে কোন কারণে টেস্ট ছেড়েছেন, সেটা বোধয় রহস্যই থেকে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।