৪০০ রানের রেকর্ড ভাঙ্গার চেষ্টা করা উচিত ছিল—মুল্ডারকে লারা

Featured Image
PC Timer Logo
Main Logo

টেস্ট ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ইনিংসে ঘোষণার সিদ্ধান্তটা দিয়েছেন তিনি। ৩৬৯ রানে অপরাজিত থাকা উইয়ান মুল্ডার কেন ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি, এ নিয়ে সেদিন থেকেই চলছে আলোচনার ঝড়। এবার স্বয়ং লারা বলছেন, মুল্ডারের উচিত ছিল তার রেকর্ড ভাঙ্গার চেষ্টা করা।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লারার ৪০০ রানের ২১ বছর পুরনো রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন মুল্ডার। লাঞ্চের আগেই ৩৬৯ রান করে ইতিহাস হাতছানি দিচ্ছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে। ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছিলেন অবিশ্বাস্য কিছু দেখার জন্য।

তবে সবাইকে হতবাক করে লাঞ্চের পরপরই ইনিংস ঘোষণা করেন মুল্ডার। অপরাজিত থেকে যান ৩৬৯ রানে। সেদিন মুল্ডার অবশ্য জানিয়েছিলেন, লারার প্রতি সম্মান রেখেই ৪০০ রান ছুঁতে চাননি তিনি।

এবার মুল্ডার জানালেন, লারা চেয়েছিলেন তিনি রেকর্ডটি ভাঙ্গার চেষ্টা করেন, ‘লারা বলেছেন আমি যেন নিজস্ব ইতিহাস লিখি। তিনি বলেছেন, রেকর্ড তৈরি হয় ভাঙ্গার জন্য। ভবিষ্যতে যদি আমি এমন অবস্থায় আবার যাই, যেন অবশ্যই উনার চেয়ে বড় স্কোর করি।’

মুল্ডার অবশ্য এখনো নিজের ওই বক্তব্যের উপর অটল, ‘আমি এখনো মনে করি, ইনিংস ঘোষণা করে সতিক কাজটাই করেছি। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার খেলার প্রতি সম্মান।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।