শেষ ওভারের রোমাঞ্চে জয় দিয়ে শুরু রংপুরের

Featured Image
PC Timer Logo
Main Logo

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে শেষ ওভারে গিয়ে জয় পেয়েছে রংপুর। গায়ানাকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।

গায়ানাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুর অধিনায়ক সোহান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীর গতিতে করলেও শেষভাগে গিয়ে রানের গতি বাড়ায় রংপুর। সৌম্য সরকারের ৩৬ বলে ৩৫, কাইল মেয়ার্সের ৩১ বলে ৪৪ ও ইফতিখার আহমেদের ২১ বলে ৩৪ রানের ক্যামিওতে ১৫০ ছাড়ায় রংপুরের ইনিংস।

শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬২ রান তোলে রংপুর। তাহির গায়ানার হয়ে নিয়েছেন ২১ রানে ২ উইকেট। মোতিও পেয়েছে ৩২ রানে দুই উইকেট

১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে জনসন চার্লস ও মঈন আলি ছাড়া গায়ানার আর কারো ব্যাটই হাসেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো গায়ানার হয়ে সর্বোচ্চ রান এসেছে চার্লসের ব্যাট থেকে। ৫ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪০ রানে ফেরেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ২৭ রান এসেছে মঈনের ব্যাট থেকে।

শেষের দিকে অবশ্য জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল গায়ানা। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানা। ৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে রংপুর। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের নায়ক খালিদ আহমেদ। ২টি করে উইকেট পেয়েছেন ওমরযাই ও শামসি।

৫ জুলাই অস্ট্রেলিয়ার ক্লাব হোবার্ট হারিকেনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।