নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ আসামি গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



কফিল উদ্দিন ও এনামুল হক। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন।

এ ঘটনায় ওই শিল্পী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হকসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

  • গ্রেপ্তার
  • দলবদ্ধ ধর্ষণ
  • নৃত্যশিল্পী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।