দলীয় শক্তি, সম্প্রতিক ফর্ম সব দিক দিয়েই অনেকটা এগিয়ে ছিল পিএসজি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি ছিল পরিস্কার ফেভারিট। কিন্তু মাঠের খেলায় ঘটল উল্টোটা। কোল পালমারের দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি।
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ম্যাচের সবগুলো গোল প্রথমার্ধেই দিয়েছে চেলসি।
ক্লাব বিশ্বকাপের ফাইনালটা এবার অন্য এক কারণেও আলোচিত। অনেক আলোচনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ৮২ হাজারের বেশি লোক একসঙ্গে উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। এতো জাকজমক আয়োজনে মাঠের নায়ক চেলসির কোল পালমার। তিন গোলের দুটি নিজে করেছেন, অন্যটি করিয়েছেন ব্রাজিলের জোয়াও পেদ্রোকে দিয়ে।
৩২টি দল নিয়ে এবার নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে চেলসিকে ফেভারিটের তালিকায় রেখেছিল কম লোকই। শেষ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলটিই বাজিমাত করল।
ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পায় চেলসি। বাঁ পায়ের বাঁকানো শটে চেলসিকে প্রথম গোল এসে দেন পালমার। আট মিনিট পর পিএসসি সমর্থকদের আবারও স্তব্ধ করেছেন পালমার। লেভি কলউইলের শট ধরে দ্রুত বক্সে ঢুকে দারুণ এক শটে গোলরক্ষককে পরাস্ত করে স্কোর লাইন ২-০ বানিয়ে ফেলেন।
ম্যাচের ৪৩ মিনিটে স্কোর লাইন ৩-০ বানিয়ে ফেলে চেলসি। সেখানেও পালমারের সহায়তা। ডি-বক্সে রক্ষণচেরা পাসে জোয়াও পেদ্রোকে খুঁজে নেন পালমার। ওয়ান টাচে পিএসজি গোলরক্ষককে পরাস্ত করে দলকে ৩-০তে এগিয়ে নেন পেদ্রো।
এরপর আর গোল না হওয়াতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে শিরোপার আনন্দে মেতেছে চেলসি।