কুমিল্লায় ‘গণপিটুনিতে’ আহত যুবকের মৃত্যু – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

কুমিল্লায় চোর সন্দেহে জনতার হাতে আটক এক যুবককে ‘গণপিটুনি’ দেওয়ার পর আহত হলে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনার পর বিকেলে তিনি মারা যান।

নিহত ওই যুবকের নাম তুহিন। তিনি কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রামের বাড়ি ফেনীর দেওয়ানগঞ্জে। তিনি ওই এলাকার বাবুল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

রাতে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, বুধবার সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তুহিন নামে ওই যুবককে চোর সন্দেহে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তুহিনকে থানায় নিয়ে আসা হয়। বিকেলের দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়। রাতে ১০টার দিকে জেনারেল হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল তৈরি করা হয়। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

  • কুমিল্লা
  • গণপিটুনি
  • মৃত্যু
  • যুবক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।