শিক্ষককে কুপিয়ে হত্যা, পিটিয়ে হামলাকারীকে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) হত্যার পর মানুষের পিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। পিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন স্থানীয়রা।

রবিবার (২০ জুলাই) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে।

খেশরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, মানসিক ভারসাম্যহীন রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। পরে সেখানে হঠাৎ শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুলের। এ সময় স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তালা থানার ওসি মাইনউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানাব।

 

  • কুপিয়ে
  • পিটিয়ে
  • শিক্ষক
  • হত্যা
  • হামলাকারী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।