
চট্টগ্রামে এক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সঙ্গে চকবাজার থানার সামনেও পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত ১টা পর্যন্ত থানা প্রাঙ্গণে পুলিশের অবস্থান রয়েছে বলে জানা গেছে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল বলেছে, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে শিবির ও জামায়াতের নেতারা ছাত্রদলের নেতাদের ওপর হামলা করেছেন। অন্যদিকে ছাত্রশিবির এক বার্তায় বলেছে, এক জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করেছেন। তবে কাকে থানায় সোপর্দ করা হয়েছিল, তাঁর নাম দুই পক্ষের কেউ জানায়নি।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছিলেন। সোমবার তাঁকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেন। কিন্তু শিবির তাঁকে ছাড়িয়ে নিতে থানায় যায়। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাঁদেরকে শিবিরের নেতাকর্মীরা মারধর করেন।
শিবিরের চট্টগ্রাম মহানগরের (উত্তর) প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, একজন আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় দিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গেলে সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, শিবিরের নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা করেন।
থানায় দুই পক্ষের হট্টগোল ও পাল্টাপাল্টি ধাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, থানার সামনে এদিক-সেদিক ছোটাছুটি করছেন বেশ কয়েকজন ব্যক্তি। কেউ কেউ থানার ভেতরে ঢুকে পড়েছেন। থানার ফটকের সামনে লাঠিসোঁটা হাতে কয়েকজনকে হট্টগোল করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নগরের চানমারী সড়কে চকবাজার থানার সামনে পরিস্থিতি থমথমে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য দেখা যাচ্ছে। আশপাশের কিছু সড়কে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। আবার কিছু সড়কে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এর আগে থানায় হট্টগোলের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির রাত একটার দিকে গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।