পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকেরের

Featured Image
PC Timer Logo
Main Logo

টি-২০ ফরম্যাটে পাকিস্তানের চেয়ে যোজন যোজন পিছিয়ে ছিলেন তারা। ঘরের মাঠে তবুও পাকিস্তানের বিপক্ষে ভালো লড়াই উপহার দেবে বাংলাদেশ, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের পর জাকের আলি বলছেন, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই এখন তাদের লক্ষ্য।

লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৩৩ রানের স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান ১৫ রানেই হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান, বাংলাদেশ জয় পায় ৮ রানে। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছেন তারা।

ম্যাচ শেষে জাকের জানালেন, ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চান তারা, ‘আমরা পাকিস্তানকে শেষ ম্যাচে হালকাভাবে নেব না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জেতা। অবশ্যই হোয়াইটওয়াশ করা আমাদের লক্ষ্য।’

সব বিভাগেই দলের পরিকল্পনাগুলো কাজে লাগছে বলেই এমন জয়, জানালেন জাকের, ‘বোলাররা খুব ক্লিয়ার মাইন্ডে বল করছে। কোচের সঙ্গে সবার কথা হচ্ছে। যে পরিকল্পনাগুলো করছি, সেগুলো কাজে লাগছে।’

নিজের ব্যাটিং নিয়ে আরও বেশি কাজ করছেন বলেই জানান এই ম্যাচে ফিফটি পাওয়া জাকের, ‘আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই করছি।। কিছু সেটাপ চেঞ্জ করেছি। বিপিএলের সময় ২ বছর আগেই আমাদের ব্যাটিং কোচের সাথে। হ্যাঁ ম্যাচ উইনিং নক জরুরি। আমি ম্যাচ উইনিং নকগুলাই কাউন্ট করি। ভালো খেলি যদি দল না জিতে কাউন্ট করি না। আমি আগে থেকেই জানতাম আজ আগে ব্যাটিংয়ে যাব। জাস্ট মেন্টালি সেভাবে রেডি ছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও ৫ নাম্বারে খেলেছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।