কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মেসি?

Featured Image
PC Timer Logo
Main Logo

নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছিল দুদিন আগে থেকেই। ইন্টার মায়ামির হয়ে অল স্টার ম্যাচে মাঠে না নামায় লিওনেল মেসি ও জর্দি আলবা নিষিদ্ধ হতে যাচ্ছেন, সেটা প্রায় নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা এড়াতে পারলেন না এই দুই ইন্টার মায়ামি তারকা। নিয়ম ভঙ্গ করে মাঠে না নামায় মেজর সকার লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি-আলবা।

মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম্যাচের জন্য মেজর লিগ সকারের প্রাথমিক দলে ছিলেন মেসি ও আলবা। মায়ামির হয়ে আর কেউ ছিলেন না এই দলে। কিন্তু দুজনের কেউই শেষ পর্যন্ত মাঠে নামেননি।

চোট কিংবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া অল স্টার ম্যাচে মাঠে না নামলে আছে নিষিদ্ধ হওয়ার নিয়ম। মেসি ও আলবা ঠিক কী কারণে মাঠে নামেননি, সেটা জানাতে পারেনি মায়ামি।

আর এতেই অনুমেয়ভাবে নিষেধাজ্ঞার খড়গ নেমে এল মেসি ও আলবার ওপর। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা দুজনেই। রবিবার, ২৭ জুলাই সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে মেজর সকার লিগের ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ইন্টার মায়ামি।

এবারের মেজর লিগ সকারে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে যৌথভাবে সর্বোচ্চ ১৮টি গোল করেছেন মেসি, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১০টি। নিজের নিষেধাজ্ঞা নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।