মাইলস্টোনের দগ্ধ অফিস সহকারী মাসুমা ও শিক্ষার্থী জারিফের মৃত্যু, মৃত্যু বেড়ে ৩৫ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাসুমা (৩৬) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন। অপরদিকে, জারিফ ফারহান  নামে দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জারিফ ফারহান (১৩) ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে জারিফ ফারহান মারা যায়; আর মাসুমা সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জারিফের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যায় সে।

এদিকে শনিবার সকাল পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ দুর্ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে প্রায় অর্ধশত এখনো চিকিৎসাধীন রয়েছে।

  • অফিস সহকারী
  • জারিফ
  • মাসুমা
  • মৃত্যু
  • শিক্ষার্থী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।