এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা অবশেষে কাটল। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর।
শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেই এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত।
মোট আট দল অংশ নিবে এবারের আসরে। তার মধ্যে এসিসি’র পূর্ণ সদস্য পাঁচ দল- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি টুর্নামেন্ট খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।’
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আতিথিয়েতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। প্রথমে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আয়োজনের বিষয়ে আপত্তি তোলা হলেও পরে ভরতসহ এসিসি’র ২৫ সদস্যই উপস্থিত ছিল বার্ষিক সাধারণ সভায়।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টটির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত ঘোষণা এলো।