মেজর সকার লিগের অল স্টার ম্যাচে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া মাঠে না নামায় নিষেধাজ্ঞার খড়গ ঝুলছিল তার মাথায়। শেষ পর্যন্ত আজ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। তবে এমন নিষেধাজ্ঞায় যারপরনাই ক্ষুব্ধ মেসি।
সমর্থক ও গণমাধ্যমের ভোটে ইন্টার মায়ামি থেকে অল স্টার একাদশে জায়গা করে নিয়েছিলেন মেসি ও আলবা। তবে শেষ মুহূর্তে গিয়ে জানা যায়, তারা এই ম্যাচে খেলবেন না। দুজনের কেউই ইনজুরিতে ছিলেন না, ছিল না বিশেষ কোনো কারণও।
নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কারণ ছাড়া অল স্টার ম্যাচ মিস করলে নিষিদ্ধ হবেন ফুটবলাররা। মেসি ও আলবাকেও তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। মায়ামির পরের ম্যাচে খেলতে পারবেন না তারা।
এই নিষেধাজ্ঞা কিছুতেই মানতে পারছেন না মেসি। ইন্টার মায়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী হোর্হে মাস সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সে আজকে খুবই হতাশ, প্রচণ্ড ক্ষুব্ধ। এরকম নিষেধাজ্ঞা মেনে নিতে পারছে না মেসি ও আলবা দুজনের কেউই। সেটাই প্রত্যাশিত। প্রদর্শনী ম্যাচ না খেললে কেন নিষিদ্ধ হতে হবে, সেটাই তারা বুঝতে পারছেন না। আশা করি, এই ঘটনার কোনো সুদূরপ্রসারী প্রভাব পড়বে না। তবে লিগের আইন যেভাবে কাজ করে, সেটা নিয়ে ফুটবলারদের ধারণায় প্রাথমিক প্রভাব কি পড়বে? অবশ্যই, এতে কোনো সংশয় নেই।’