ওয়ানডে ম্যাচ হয় ৫০ ওভারের, কিন্তু ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে হারাতে মাত্র ১৫.১ ওভার লাগল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। হারারেতে জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়েছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল। সিরিজে চতুর্থ ম্যাচে বাংলাদেশের এটা তৃতীয় জয়। এই জয়ে সিরিজের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। যেখানে আগেই উঠে বসে আছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের জয়ের কারিগর বোলাররা। ইকবাল হোসেন, সানজিদ মজুমদাররা স্বাগতিক জিম্বাবুয়ান ব্যাটারদের সেভাবে দাঁড়াতেই দেননি। পেসার ইকবাল হোসেন ৬.৩ ওভার বোলিং করে মাত্র ২৭ রান খরচ করে নেন ৪টি উইকেট। স্পিনার সানজিদ ২৬ রানে নেন ২ উইকেট।
যাতে মাত্র ২৩.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন লাবাঙ্গানা, ২০ রান করেন এনদিওয়েনি।
জবাব দিতে নেমে জয় নিশ্চিত হওয়ার আগে বাংলাদেশ দুটি উইকেট হারিয়ে ফেলেছে বটে তবে জয় নিশ্চিত করেছে ১৫.১ ওভারেই। প্রথম ওভারেই ওপেনার রিফাত বেগকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। তবে দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে নিয়ে দারুণ জুটি গড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
কালাম ২০ রান করে ফিরলে রিজান হোসেনকে নিয়ে বাকি কাজটা সেরেছেন অধিনায়ক আজিজুল হাকিম। আজিজুল ৪৯ বলে ৬টি চার ১টি ছয়ে ৪৭ রানে অপরাজিত ছিলেন। রিজান ২ চার ১ ছয়ে অপরাজিত ছিলেন ২১ রান করে।