পাকিস্তানে দেখা যাবে না এশিয়া কাপ!

Featured Image
PC Timer Logo
Main Logo

অনেক জটিলতার পর এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের আসর। তবে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ নাও দেখা যেতে পারে পাকিস্তানে!

এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনেছে ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা সম্প্রচার করবেন তারা। এজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের।

পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ৩৭০ কোটি টাকা দাবি করেছে। এই রাইটসের আওতায় পাকিস্তানের দর্শকরা পুরুষ ও মহিলা দলের ম্যাচগুলো উপভোগ করতে পারতেন।

কিন্তু এই বড় অংকের বিনিয়োগের ব্যাপারে পাকিস্তানের কোনো টিভি চ্যানেলই এখনো রাজি হয়নি। তারা জানিয়েছে, পাকিস্তানের বর্তমান বাজার পরিস্থিতিতে এত বড় বিনিয়োগ থেকে লাভের আশা কঠিন।

টিভি চ্যানেল মালিকরা বলছেন, এত দিন পাকিস্তানে খেলা সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়ার নিয়ম ছিল। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়ে যাওয়াতেই এই বিপত্তি।

পিসিবির এক কর্মকর্তা দা ডনকে জানিয়েছেন, ‘‌উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। হয় সবাইকে মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। নাহলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।