রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দুরন্ত টিভি। যারমধ্যে রয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’।

বিশেষ নৃত্যানুষ্ঠান – ‘মম চিত্তে নিতি নৃত্যে
মম চিত্তে নিতি নৃত্যে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান – ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পী – রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ প্রচারিত হবে ২২ শ্রাবণ (৬ আগস্ট) সকাল ৮টায়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’
মাধো ও ডাকঘর
রবীন্দ্র প্রয়াণ দিবসে দুরন্ত আয়োজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। কবির সাহিত্য কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুইটি নির্মিত হয়েছে। কবির কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’। কবি’র নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’।
‘মাধো ও ডাকঘর’ প্রচারিত হবে ২২ শ্রাবণ (৬ আগস্ট) রাত ১০টায়।
এছাড়াও রবীন্দ্র প্রয়াণ দিবসে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে এইদিন সকাল ১১টায়।