মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ দিল মায়ামি

Featured Image
PC Timer Logo
Main Logo

দুদিন আগে ম্যাচের আমত্র ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর থেকেই লিওনেল মেসির ইনজুরি নিয়ে ভক্তদের দুশ্চিন্তার যেন শেষ নেই। কবে মাঠে ফিরবেন মেসি, এটাই এখন বড় প্রশ্ন। তবে তাদের সবাইকেই দুঃসংবাদ দিল ইন্টার মায়ামি। ক্লাব কর্তৃপক্ষ বলছে, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি।

নেক্সাকারের বিপক্ষে ম্যাচের প্রথম ভাগেই অস্বস্তি বোধ করছিলেন মেসি। এরপর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তিনি।

শুরুতে মায়ামি কোচ মাসচেরানো জানিয়েছিলেন, মেসির ইনজুরি তেমন গুরুতর নয়। তবে পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট খানিকটা গুরুতর।

এক বার্তায় মায়ামি বলছে, ‘ লিগস কাপ ম্যাচে নেক্সাকার বিপক্ষে খেলার সময় মেসি যে পেশির অস্বস্তি অনুভব করেছিলেন, তা মূল্যায়নের জন্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে আমরা নিশ্চিত হয়েছি,  তার ডান পায়ে হালকা পেশির চোট রয়েছে। চিকিৎসা ছাড়পত্র তার শরীরের অগ্রগতি ও চিকিৎসায় সাড়ার ওপর নির্ভর করবে।’

মায়ামির এমন বার্তায় আর্জেন্টিনা ও মেসি ভক্তদের মনে জেগেছে নতুন শঙ্কা। ২০২৬ বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। এমন সময়ে মেসির এমন ছিটকে যাওয়া তাদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।