নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

Featured Image
PC Timer Logo
Main Logo

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি ঘোষণা করেছে বিসিবি। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তিন ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ যথাক্রমে- ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

চলতি মাসে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ভারত শেষ মুহূর্তে এসে সিরিজ পেছানোর কথা বললে এই ফাঁকা সময়ে একটা সিরিজ আয়োজনের চিন্তা করছিল বিসিবি। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে হচ্ছে সেই সিরিজ

এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। অর্থাৎ এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দল এই সিরিজ শুরু হওয়ার কয়েকদিন আগেই যাবে সিলেটে। এশিয়া কাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ১৫ আগস্ট শুরু হবে অনুশীলন ক্যাম্প। অনুশীলনের সিলেট পর্ব শুরু হবে ২০ আগস্ট। সেখান থেকেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবেন জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।