বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া সিরিজ স্কুইড গেম এর অভিনেতা লি বিয়ং হান— শুধু রূপালি পর্দার হিরো নন, বাস্তব জীবনেও তার প্রেমকাহিনি যেন একেকটা রোমাঞ্চকর দৃশ্যপট। আর সেই গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু তার স্ত্রী ও কোরিয়ান অভিনেত্রী লি মিন জং, যিনি সম্প্রতি তাদের গোপন প্রেমের গল্প শেয়ার করে মাতিয়ে দিয়েছেন কোরিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত নেট দুনিয়া।
১ আগস্ট, দক্ষিণ কোরিয়ার রিয়্যালিটি শো হার্ট অন হুইলস–এ এসে লি মিন জং জানালেন, তাদের প্রেমের শুরুটা ছিল একেবারে সিনেমার মতোই। হান নদীর পাশে ডেট, বন্ধুবান্ধবের বাড়িতে গোপন সাক্ষাৎ, কিংবা পাপারাজ্জিদের চোখ এড়াতে গাড়ি বদলে ঘুরে বেড়ানো—সবকিছুই যেন ছিল একটি প্রেমের গুপ্ত অধ্যায়।
লি মিন জং বলেন, ‘প্রায়ই আমাদের বাসার আশেপাশে একটা নির্দিষ্ট গাড়ি দেখতে পেতাম। পরে বুঝলাম, ওটা পাপারাজ্জিদের। আমি তখন বিয়ং হানকে বলে দিতাম—ওই গাড়ির নম্বর মনে রাখো। কারণ, আমাদের সরাসরি দেখা করাটা ছিল অসম্ভব।’
এই তারকা দম্পতির গোপন প্রেম চলাকালীন সময়টা ছিল মিডিয়ার উত্তেজনাপূর্ণ নজরদারিতে ঘেরা। ছবির মতোই ছিল তাদের লুকোচুরি, এবং ঠিক যেমন সিনেমায় হয়, শেষমেশ সেই গল্প ফাঁস হয়ে পড়ে।
‘একসময় আমাদের গোপন সম্পর্ক আর গোপন থাকেনি। ছবি ফাঁস হয়ে যায়,’ বলেন লি মিন জং।
২০১৩ সালে এই দুই তারকার প্রেম পূর্ণতা পায় বিয়েতে। দুই বছর পর তাদের প্রথম সন্তান, এবং ২০২৩ সালে আসে কন্যাসন্তান। দুই দশকের ক্যারিয়ার আর একটা দশকের দাম্পত্য জীবনের সমান্তরালে আজও তারা কোরিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত।
লি বিয়ং হান বর্তমানে স্কুইড গেম সিরিজে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে, লি মিন জং নিজের জীবনের অজানা অধ্যায় শেয়ার করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।
যখন কোনো তারকা তার হৃদয়ের কথা সাহস করে জনসমক্ষে বলেন, তখন তা শুধু গল্প নয়—প্রেরণা হয়ে দাঁড়ায়। প্রেম, নিরাপত্তাহীনতা, গোপনতা আর শেষমেশ বিশ্বাস—সব মিলিয়েই গড়ে ওঠে এই দম্পতির সম্পর্কের ভিত্তি।
আর ঠিক সেই কারণেই হয়তো দর্শকদের মুখে মুখে একটাই বাক্য ঘুরছে—
‘একেবারে থ্রিলার সিনেমার মতো প্রেম।’