আক্কেলপুরে কলাবাগানে পোড়া লাশ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকায় একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাষি বিকাশ কলাবাগানের পাশে পুকুরে মাছের খাবার দিতে গেলে বাগানের ভেতরে আগুন দেখতে পান। পরে লোকজন ডেকে তিনি আগুন নিভিয়ে ফেলেন। এ সময় আগুনের স্তূপ থেকে অর্ধপোড়া অবস্থায় মরদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় আসাদুজ্জামান বলেন, ওই ব্যক্তিকে হয়তো অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে লাশ বস্তাবন্দি করে কলাবাগানে নির্জনস্থানে পুড়িয়ে দেওয়া হয়।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

  • আক্কেলপুর
  • পোড়া
  • লাশ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।