ইন্টার মায়ামির সবশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর থেকেই আলোচনায় লিওনেল মেসির ফেরা। ঠিক কবে ফিরতে পারেন মেসি, সেটা নিশ্চিত নয়। তবে মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের শেষে লিগস কাপে পুমাস ইউএনএম এর বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না তিনি।
লিগস কাপের ফরম্যাট অনুযায়ী, পরের ম্যাচে পুমাসকে হারাতেই হবে মায়ামির। এই ম্যাচে জিতলেই কেবল পয়েন্ট তালিকার শীর্ষ ৪ এ থাকবেন তারা। সেটা করতে না পার্লে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসির দলকে।
এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচেই মেসিকে পাচ্ছে না মায়ামি। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির চোট খুব বেশি গুরুতর না হলেও সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে তার।
এই সময়ে মেসি সব টুর্নামেন্ট মিলিয়ে মায়ামির হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন।
নেক্সাকাসের বিপক্ষে ম্যাচে মাত্র ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। এরপর জানানো হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মায়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।