
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকেরা এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা, বেআইনি গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার, একাডেমিক নির্যাতন ও নানাবিধ হয়রানির ঘটনা ক্রমাগত বাড়ছে। মব সংস্কৃতি, ট্যাগিং ও সামাজিক অপপ্রচারের মাধ্যমে শিক্ষকদের ওপর করা হচ্ছে মানসিক নির্যাতন। মেধা, দক্ষতা, যোগ্যতা, গবেষণাকর্ম ও প্রকাশনার পরিধির মাধ্যমে মূল্যায়নের পরিবর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে বিচ্ছিন্নকরণ ও বিভক্তিকরণের প্রক্রিয়া। একই সঙ্গে সামাজিক মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশের কারণেও শিক্ষকেরা হচ্ছেন বহিষ্কৃত, লাঞ্ছিত ও অপমানিত। অন্যায়ভাবে একতরফা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক ও গবেষণা কর্মকাণ্ড থেকে বিরত রাখা হচ্ছে এবং অব্যাহতি প্রদান ও চাকরিচ্যুত করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধে রক্ত দেওয়া বুদ্ধিজীবীদের উত্তরসূরিরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্য জীবন-যাপন করছে। এ ধরনের দমনমূলক পদক্ষেপ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, শিক্ষাব্যবস্থার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। শিক্ষক সমাজ জাতির চিন্তা ও মানবিক মূল্যবোধের নির্মাতা; তাদের বিরুদ্ধে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশকে কলুষিত করছে এবং শিক্ষার মান ও অসাম্প্রদায়িক স্বাধীনতাকে বিপন্ন করছে, যা বিশ্ব সভ্যতার কাছেও উদ্বেগের বিষয়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষকদের নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতসহ একাডেমিক কার্যক্রমে বাধা ও হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উদ্বেগজনক এই পরিস্থিতিতে বিশ্বের সমস্ত শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করছি।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. মো: আখতারুল ইসলাম, অধ্যাপক ড. হারুনর রশীদ খান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন, প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. পূর্বা ইসলাম, অধ্যাপক ড. তৌহিদা রশীদ, অধ্যাপক ড. শবনম জাহান, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার,অধ্যাপক ড. হোসেন মনসুর, অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া,অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক ড. জামিলা এ চৌধুরি, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. সুব্রত সাহা, অধ্যাপক ড. আফজাল হোসেন,অধ্যাপক ড. রাফিউল ইসলাম, ড. সিদ্ধার্থ দে, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, ড. মাহবুব আলম প্রদীপ. অধ্যাপক ড. রুহুল আমিন, প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, ড. বেলাল হোসেন, অধ্যাপক ড. মো:শামীম হোসেন, অধ্যাপক ড. আবদুর রাজ্জাক খান, অধ্যাপক ড. ফিরোজ জামান, অধ্যাপক, ড. মাহবুব আল মারুফ, ড. নীলিমা আখতার, প্রফেসর ড. ওমর ফারুক, অধ্যাপক ড. রাফিউল ইসলাম, প্রফেসর ড. ইয়াহিয়া খন্দকার,অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. আফরিনা মুস্তারি, প্রফেসর ড. মো. শহীদুল্লাহ, প্রফেসর ড. আকতার হোসেন, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর ড. আব্দুল আউয়াল, অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, প্রফেসর ড. আবু হানিফ সিদ্দিকী,অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর, ড. মোঃ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. রায়হান সরকার, অধ্যাপক ড.মো: আব্দুল মুহিত, অধ্যাপক ড. এ. টি. এম. সামছুজ্জোহা, অধ্যাপক শাহ আজম, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক ড. আবদুল মান্নান, অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক বাদশা মিয়া, অধ্যাপক আব্দুল আলীম, অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, প্রফেসর সাইদুল ইসলাম, অধ্যাপক ফরিদ উদ্দিন, প্রফেসর ড. উজ্জ্বল কুমার, ড. মাহমুদুর রহমান, অধ্যাপক ড. ইব্রাহীম আব্দুল্লাহ, প্রফেসর সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. তানভীর আহমেদ, প্রফেসর ড. মো আলমগীর হোসেন
ড. মো. আব্দুল কাইউম, প্রফেসর ড. আবুল হোসেন, অধ্যাপক এনামুল কবির, অধ্যাপক আলতাফ রাসেল, অধ্যাপক শামিমুর রহমান, অধ্যাপক আসাদুজ্জামান, প্রফেসর ফারজানা ইসলাম, অধ্যাপক সাব্বির সাত্তার, অধ্যাপক ড. শাখাওয়াত নয়ন, অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার, অধ্যাপক ড. জেবুন্নেসা আলুকদার, প্রফেসর ড. বশির আহমেদ, অধ্যাপক সঞ্জয় মুখার্জি, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক রেদোয়ান আহমদ, অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক রাশেদ মোশাররফ, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ড. হাসিনুর রশিদ, অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, অধ্যাপক ড. মামুন, অধ্যাপক জুলফিকার, অধ্যাপক ড. মোল্লা হক, অধ্যাপক শহীদুল্লাহ হাওলাদার, প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যাপক সিদ্ধার্থ সংকর, প্রফেসর ড. ফারহানা হক, প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. তানভীর রহমান, প্রফেসর ড. মনিরুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, অধ্যাপক ড. মুজিব উদ্দিন আহমেদ, অধ্যাপক মাযাহারুল ইসলাম, প্রফেসর ড. আবদুল আউয়াল, অধ্যাপক মো. কামরুজ্জামান সরকার, প্রফেসর ড. স্বদেশ চন্দ্ৰ, অধ্যাপক ড. মো. কবির হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, অধ্যাপক আব্দুস সোবহান, অধ্যাপক জুবায়ের আহমেদ, প্রফেসর ড. মুসতাক আহমেদ, প্রফেসর ড. সুভাষ চন্দ্ৰ, অধ্যাপক শরিফুল ইসলাম, অধ্যাপক ড. সুজন সেন, অধ্যাপক ড. টোভেল, আউয়াল কবির, ইলিয়াস উদ্দিন, ডা. মো. নাজমুল হাসান সিদ্দিকী, অধ্যাপক ড. ইমদাদুল হক, অধ্যাপক ড. সুলাইমান হোসেন, অধ্যাপক ড. সৌরভ পাল, প্রফেসর ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. কল্যাণ দে, অধ্যাপক ড. শুক্লা দাস, প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ডক্টর মোল্লা হক, অধ্যাপক ড. হাসান মুহাম্মদ, অধ্যাপক শাখাওয়াত নয়ন, অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস, প্রফেসর ড. আজমল হুদা, অধ্যাপক রোকনুজ্জামান জুয়েল, অধ্যাপক সুলতান ইসলাম, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক ইব্রাহীম মিয়া, অধ্যাপক মেহেদী হাসান ইকবাল, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রফেসর জিল্লুর রহমান, অধ্যাপক আলাউদ্দিন খোকন, অধ্যাপক লায়লা আহমেদ, অধ্যাপক তারিকুল ইসলাম সরকার, প্রফেসর আহসান হাবীব, অধ্যাপক ইলিয়াস হোসেন, অধ্যাপক সুবাস কান্তি দাস, অধ্যাপক মামুনুর রশীদ, অধ্যাপক আলমগীর সরকার, প্রফেসর আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক বাহার উদ্দিন
অধ্যাপক মামুন আল আসাদ, অধ্যাপক আলী আজগর আহমেদ, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক মনজুরুল ইসলাম প্রামানিক, প্রফেসর আবু নাসের সরকার, অধ্যাপক আব্দুল্লাহ আল আবির, অধ্যাপক বোরন ইকবাল সিদ্দিকী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, প্রফেসর নুরুল ইসলাম পাটোয়ারী, অধ্যাপক ওমর ফারুক দিদার, অধ্যাপক দুলাল চন্দ্র, অধ্যাপক রাশেদ হাসান নবী, প্রফেসর নাজির মোল্লা জালাল, অধ্যাপক স্বপন চন্দ্র বিশ্বাস, প্রফেসর হারিস আহমদ, অধ্যাপক ড.শম্পা জাহান, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আবুল কাশেম তালুকদার, অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, অধ্যাপক সাদাত আকবর হোসেন, অধ্যাপক আরিফুল ইসলাম জোয়ার্দার, অধ্যাপক রুহুল আমিন হাওলাদার, অধ্যাপক মো. জাকারিয়া সরকার, অধ্যাপক হাসানুল হক মজুমদার, অধ্যাপক গোলাম কবির, অধ্যাপক নাজমুল হুদা, অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুম, অধ্যাপক কামরুন্নাহার মৌসুমী, অধ্যাপক ফিরোজ আহমেদ খান, অধ্যাপক শাহনেওয়াজ রাব্বি মিয়া, অধ্যাপক জাহিদুল আলম, অধ্যাপক আবু নাসের চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম ভুঁইয়া, অধ্যাপক একরামুল হক, অধ্যাপক শাহাদাত কামাল, অধ্যাপক আশিষ তালহা, অধ্যাপক আলী আহমেদ, অধ্যাপক রেজাউর করিম, অধ্যাপক সিরাজুল ইসলাম সিকদার. অধ্যাপক ফারুক হোসেন, অধ্যাপক তারিকুল ইসলাম, অধ্যাপক বিজয় কুমার পাল, অধ্যাপক হুমায়ুন আহমেদ, অধ্যাপক ফিরোজ আলম, অধ্যাপক শাহনেওয়াজ মন্ডল, অধ্যাপক ড. মাসুদার রহমান, অধ্যাপক সেলিম উল মাসুদ, অধ্যাপক আকতার হোসন লিমন, ড. রুহুল আমিন, ড. মোহাম্মদ সায়েদুল ইসলাম সরকার ও প্রফেসর মো. মশিউর রহমান।