১৭ বছর বয়সে অধিনায়ক হয়ে ক্রোয়েশিয়ার ক্রিকেটারের রেকর্ড

Featured Image
PC Timer Logo
Main Logo

এখনো বয়স ১৮ হয়নি তার। ক্রোয়েশিয়ার হয়ে খুব অল্প দিন হলো খেলছেন অলরাউন্ডার জাক ভুকুসিচ। এই ভুকুসিচই সাইপ্রাসের বিপক্ষে মাঠে নেমে গড়লেন অনন্য এক রেকর্ড। মাত্র ১৭ বছর বয়সে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়ে বনে গেলেন ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়ক।

ভুকুসিচের বয়স ১৭ বছর ১০ মাস। এত অল্প বয়সেই তার কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে ক্রোয়েশিয়া ক্রিকেট দল। সাইপ্রাসের বিপক্ষে টি-২০ ম্যাচে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। ম্যাচের আগে ঘোষণা করা হয়, ভুকুসিচই টস করতে নামবেন।

এই ঘোষণার সাথেই সাথেই হয়ে যায় বিশ্বরেকর্ড। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছরের নিচেই দলের অধিনায়কত্ব পেলেন ভুকুসিচ। ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডটাও এখন তার।

ভুকুসিচের আগে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুয়াইয়ে চেক রিপাবলিকের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ছেলেদের ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার দুটি রেকর্ডই আফগানিস্তান স্পিনার রাশিদ খানের। ২০১৮ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়কত্ব করেন তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে। পরের বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয় ২০ বছর ৩৫০ দিন বয়সে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।