ভূমিকা: বিজ্ঞান আজকের বিশ্বের মানষেু র কাছে খুলে দিয়েছে বিস্ময়কর সাফল্যের দ্বার। মানষেু র জীবনকে
সহজ থেকে আরও সহজ করে তােলার কাজে বিজ্ঞানের অবদান সবার ওপরে । আজকের মানবজীবন
বিজ্ঞাননির্ভর। মানষেু র কর্মপর্ম দ্ধতি এখন বিজ্ঞান নিয়ন্ত্রিত। মানষু এখন সমদ্ধিৃ র স্বপ্ন দেখছে বিজ্ঞানকে ভিত্তি
করেই । দিনে দিনে বিজ্ঞান তার আবিষ্কারকে অব্যাহত রেখেছে আর সাধিত হচ্ছে মানবকল্যাণ। মানবের সেবা ও
কল্যাণে বিজ্ঞান সদা তৎপর।
বিজ্ঞানের কল্যাণধর্মী অবদান: পৃথিবীর মানষু একদিন বিজ্ঞান সাধনায় মনােনিবেশ করেছিল তার নিজের
প্রয়ােজনে। নিজের প্রয়ােজন ও সুখকর জীবনের তাগিদ থেকেই বিজ্ঞানের চর্চা আজও প্রবহমান। মানষু সাধনা
করে সে বিজ্ঞান থেকে আবিষ্কারগুলােকে ঘরে তুলেছে তা মানব বসতির সকলের মঙ্গল ও কল্যাণের জন্যই ।
জীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞানের আছে তাই গৌরবজনক অবদান। বিজ্ঞানের কোনাে আবিষ্কার বা অবদান যদি
মানষেু র হিতে ব্যয়িত না হয়ে অকল্যাণে ব্যয়িত হয়। তাহলে সে দোষ বিজ্ঞানের হবার কথা নয়। মানষু নিজেকে
সবচেয়ে বেশি ভালােবাসে। অতএব, নিজের জন্য যে উদ্ভাবন তা নিঃসন্দেহে কল্যাণের সাথেই সম্পৃক্ত। বিজ্ঞানের
নানা আবিষ্কারের বর্ণনার র্ণ মধ্য দিয়ে মানবকল্যাণের সাথে এর সম্পৃক্ততাকে তুলে ধরতে আমরা সচেষ্ট হব।
চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান: মানষু অসুখে পতিত হয়। এ অসুখ থেকে মক্তু হয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে
চায়। এক্ষেত্রে বিজ্ঞান মানষুকে বাচতে সাহস যুগিয়েছে। মরণব্যাধি যক্ষ্মা ও ক্যান্সারের মতাে রােগের প্রতিষেধক
ও ওষুধ আবিষ্কার করে মানষু চিকিৎসা বিজ্ঞানে আলােড়ন সৃষ্টি করেছে। মানষেু র পক্ষে কোনােকালেই মরণকে
জয় করা সম্ভব নয়। কিন্তু অসুখকে জয় করা মানষেু র পক্ষে সম্ভব হয়েছে। ওষুধের নব নব আবিষ্কার মানষুকে
বাঁচতে প্রাণিত করেছে। মানবজীবনের নানা অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা যাচাইয়ের জন্য এমন সব প্রযুক্তি মানষু
আবিষ্কার করেছে যার সাহায্যে শরীরের অভ্যন্তরের ছবি উঠিয়ে সঠিক রােগ নিরূপণ সম্ভব হচ্ছে। শুধুচিকিৎসা
ক্ষেত্রে বিজ্ঞানের এ অসীম অবদানের কথা বিবেচনা করলে মানবকল্যাণে বিজ্ঞানের অবদানের কথা সহজেই
অনমান ু করা যায়।
যােগাযােগের ক্ষেত্রে বিজ্ঞান: যােগাযােগের ক্ষেত্রে বিজ্ঞানের সাফল্য মানষেু র জীবনে পরম শান্তি এনেছে।
দ্রুতগতিসম্পন্ন ট্রেন আবিষ্কার করে মানষু হাজার কিলােমিটারের পথকে করেছে নিকট। অত্যাধুনিক কনকর্ড
বিমান, সাগরের সুবিশাল জাহাজ মানষেু র পথের দরূত্বকে কমিয়েছে বিস্ময়করভাবে। আধুনিক টেলিযােগাযােগ
তাে বিজ্ঞানের বিরাট সাফল্য। মিনিটের মধ্যে গােটা বিশ্বের যেকোনাে প্রান্তের সংবাদ নিজের হাতের মঠু োয় নিয়ে
আসা সম্ভব হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এক স্থানের কোনাে ছবি মােবাইলের বাটন চেপে বীর অন্য
প্রান্তে পৌছে দেওয়া সম্ভব হচ্ছে। মানষেু র জীবনের পরতে পরতে প্রবেশ করেছে বিজ্ঞান । বিজ্ঞান এখন মহাকাশেই
শুধুব্যস্ত নয়। ক্ষুদ্র গৃহকোণেও বিজ্ঞান এখন সেবা দিয়ে যাচ্ছে নিরন্তর।
বিজ্ঞানের বিস্ময় কম্পিউটার: যেদিন বিজ্ঞান পৃথিবীকে কম্পিউটার দিয়েছে সেদিন থেকে পৃথিবী তার
পুরাতন চেহারাকে বদলে ফেলতে সক্ষম হয়েছে। সকল কাজের কাজী কম্পিউটার। যে কাজ শত শ্রমিকের হাজার
ঘণ্টা শ্রমের দ্বারা সম্ভব হতাে সে কাজ মিনিটে করা সম্ভব হচ্ছে কম্পিউটারের কল্যাণে। মানব শ্রমের এ সাশ্রয়
পৃথিবীর জন্য একটি বড় ঘটনা বৈকি! কম্পিউটারকে কেন্দ্র করে এখন শুধুকঠিন কাজই যে সহজ হচ্ছে তা নয়,
অনেক অসম্ভবকে সম্ভব করার জন্যে কম্পিউটার মহানায়ক। মদ্রুণ কাজ থেকে মহাকাশ গবেষণা – এমন কোনাে
কাজ নেই যে কাজের সাথে কম্পিউটার যুক্ত নয়।
মানবকল্যাণে বিদ্যুৎ: শহরে, নগরে গ্রামে ও পথে-প্রান্তরে যত বৈদ্যুতিক বাতি জ্বলে তা বিজ্ঞানেরই এক
বিস্ময়কর অবদান। পৃথিবীর সভ্যতাকে হাজার বছরের পথ এগিয়ে দিয়েছে এ বিদ্যুৎ। বর্তমান বিদ্যুৎসম্পন্ন
পৃথিবী আর বিদ্যুহীন একটি পৃথিবী কল্পনা করতে গেলে বিদ্যুতের অবদানকে সহজে অনমান ু করা যায়। বিদ্যুহীন
একটি দিনও কল্পনা করতে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই মানবকল্যাণে বিদ্যুতের বা বিজ্ঞানের এ
অবদানকে অস্বীকার করার কোনাে সুযােগ নেই।
বিজ্ঞানের সাম্প্রতিক প্রভাব: সাম্প্রতিক সময়ে বিজ্ঞান অনেক দরূ অগ্রসর হতে পেরেছে। পৃথিবীতে বিজ্ঞান
যত বেশি অগ্রসর হবে মানবকল্যাণ তত বেশি সাধিত হবে । পৃথিবীকে ধ্বংস করার জন্য বিজ্ঞানীরা বিজ্ঞান
নিয়ে মেতে ওঠেনি। বরং এর কল্যাণকর দিকটির শতভাগ সেবা পাবার জন্য এর শুভযাত্রা সূচিত হয়েছিল।
মানষেু র শুভবদ্ধিু এবং বিজ্ঞান চর্চা অনাগত দিনেও অব্যাহত থাকবে এবং এর সুফলও মানষু ভােগ করবে সন্দেহ
নেই।
উপসংহার: বিজ্ঞান উত্তরােত্তর সমদ্ধিৃ র পথ ধরে এগিয়ে যাচ্ছে আর মানবসমাজ ভােগ করছে এর সুফল। পৃথিবী
যতদিনথাকবে ততদিন কৌতূহলী মানষু অনসুন্ধানী মনে বিচরণ করে যাবে বিজ্ঞানের মাঠে। মানষেু র এ সাধনার
মধ্যেই নিহিত আছে– জগৎ মানবের বহৃ ত্তর কল্যাণ।
মানব কল্যাণে বিজ্ঞান রচনা pdf
মানব কল্যাণে বিজ্ঞান রচনা class 6
মানব কল্যাণে বিজ্ঞান রচনা class 9
মানব কল্যাণে বিজ্ঞান রচনা for hsc
মানব কল্যাণ বিজ্ঞান রচনা
মানব কল্যানে বিজ্ঞান রচনা
মানবকল্যাণে বিজ্ঞান রচনা
মানব কল্যাণে বিজ্ঞান রচনা 0 পয়েন্ট
মানব কল্যাণে বিজ্ঞান রচনা ২০০ শব্দ
মানব কল্যাণে বিজ্ঞান রচনা সহজ
মানব কল্যাণে বিজ্ঞান রচনা উক্তি
মানব কল্যাণে বিজ্ঞান রচনা pdf download
মানবকল্যাণে বিজ্ঞান রচনা hsc
মানবকল্যাণে বিজ্ঞান রচনা ssc
মানবকল্যাণে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট
https://drive.google.com/file/d/1MexCLuEuQiQaHzqkkAiankBex5nbNSSi/view?usp=share_link
https://drive.google.com/file/d/115FnCMaRcqoDpjOqtfOwL_dbuIqQImzr/view?usp=share_link
https://drive.google.com/file/d/1qjFJ9_VY_07yw_R2gwql-0a1SErbV993/view?usp=share_link
দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট
বিজ্ঞান ও প্রযুক্তি রচনা
বিজ্ঞান বিষয়ক রচনা
বিজ্ঞানের অবদান রচনা
মানব জীবনে বিজ্ঞান রচনা
বিজ্ঞান রচনা
দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা উক্তি
মানব কল্যাণে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট
দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা পিডিএফ
বিজ্ঞানের আবিষ্কার অনুচ্ছেদ