রাজধানীর সবুজবাগে পথচারীকে দুর্বৃত্তের গুলি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর সবুজবাগের ভাইগদিয়া এলাকায় মনির হোসেন (৪৬) নামে এক পথচারী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পরিচিত এক সাইদুল ইসলাম বলেন, আহত মনির খিলগাও সিপাহীবাগ দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন । পেশায় তিনি নিরাপত্তাকর্মী।

আহতের বরাদ দিয়ে তিনি বলেন, রবিবার বিকালে তারা কয়েকজন মিলে ভাইগদিয়া এলাকায় গোসল করতে গিয়েছিলেন। সেখান থেকে হেঁটে আসার পথে ভাইগদিয়া এলাকায় একটি গুলি এসে তার কোমরে বিদ্ধ হয়।

তিনি জানান, ওই পথের পাশেই গন্ডগোল চলচ্ছিল। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে মুগদা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • গুলি
  • দুর্বৃত্ত
  • পথচারী
  • রাজধানী
  • সবুজবাগ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।