নাফ নদে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরা শেষে ফেরার সময় নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমার রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নদে নৌকাটি আটক করা হয়। গত দেড় বছর ধরে এলাকাটি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার স্থানীয় বাসিন্দা ও জেলে সমিতির আব্দুল গণি বলেন, জেলে মোহাম্মদ ইলিয়াছ তার দুই ছেলেসহ আরো দুই জেলেকে নিয়ে মঙ্গলবার সকালে নাফ নদে মাছ ধরতে যায়। বিকালে ফেরার পথে মিয়ানমার নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদের সীমানা থেকে আরাকান আর্মির একটি টহল দল নৌকাটিকে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সময়ে নৌকা ও জেলেদের ফেরত দেয়নি আরাকান আর্মি।

জালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আলম বলেন, জেলে ইলিয়াছের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল নৌকাটি।

আরাকান আর্মির হাতে আটক ওই নৌকায় তারা বাপ ছেলে তিন ছাড়াও দুজন স্থানীয় জেলে ছিলেন। সন্ধ্যায় সব নৌকা ফেরার পর ইলিয়াছের নৌকাটি ঘাটে না পৌঁছালে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয় সবাই।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, একাধিক মাধ্যমে তিনি বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

  • আরাকান আর্মি
  • জেলে
  • নাফ নদ
  • নৌকা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।