সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছুরিকাঘাতে খুন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

সিলেটে মাওলানা জুবায়ের আহমদ (৫৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আহমদ বড়গু গ্রামের বাসিন্দা ও স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা বলেন, ‘গ্রামের মইন উদ্দিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’ তারা জানান, এর আগেও একটি হত্যা মামলায় নয়ন জেল খাটে।

জালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত নয়ন নিহত ব্যক্তির আত্মীয়।

এদিকে গত এক সপ্তাহে এ নিয়ে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে খুন হন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবক। এর আগে গত শনিবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকায় ছুরিকাঘাতে খুন হন রনি হোসেন (২৯) এবং বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর কিন ব্রিজের নিচে ছিনতাই সংক্রান্ত বিরুদ্ধে খুন হন ডালিম নামের আরেক যুবক।

  • খুন
  • ছুরিকাঘাত
  • মাদ্রাসাশিক্ষক
  • সিলেট
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।