জার্মান সুপার কাপের ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন তারা। নতুন মৌসুমের শুরুতে নিজেদেরই ছাড়িয়ে গেল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেই মৌসুম শুরু করল জার্মান জায়ান্টরা।
স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় শুরু থেকেই ছিল বায়ার্নের দাপট। ম্যাচের ১৮ মিনিটে লিড পায় বায়ার্ন। মৌসুমের প্রথম গোলের দেখা পান হ্যারি কেইন। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিছুদিন আগেই লিভারপুল থেকে বায়ার্নে আসা লুইস দিয়াজ। ম্যাচের ৯৩ মিন্তিএ সান্ত্বনার গোল পায় স্টুটগার্ট। জেমি লেওয়েলিংয়ের এই গোলে শুধু হারের ব্যবধানই কমেছে।
২-১ এর গোলের এই জয়ে শিরোপা উল্লাসে মাতে বায়ার্ন। এটি তাদের ১১তম কাপ শিরোপা। টুর্নামেন্টের ইতিহাসে এটাই সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।