৬ গোলে হেরে চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার

Featured Image
PC Timer Logo
Main Logo

চোটের সঙ্গে লড়াই করেই সান্তোসের হয়ে খেলছেন তিনি। ক্লাবের হয়ে আগেও ম্যাচ হেরেছেন, তবে এরকমটা কখনোই হয়নি। ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলের লজ্জার ডুবেছে নেইমারের সান্তোস। আর এমন হারের পর চোখের জলে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

সান্তোস ছাড়ার দ্বারপ্রান্তে ছিলেন নেইমার। তবে জুনের শেষভাগে সবাইকে খানিকটা চমকে দিয়ে ব্রাজিলেই থেকে যান তিনি। এরপর কয়েক ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন নেইমার, দলও পেয়েছিল জয়।

তবে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা ভাস্কোর কাছে ৬ গোল হজম করে বড় ধাক্কা খেল নেইমারের দল। এমন হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ে দেখা গেছে নেইমারকে।

ম্যাচ শেষে নেইমার বলছেন, এমন হারে লজ্জিত তিনি, ‘আমি খুবই লজ্জিত। এরকম পারফরম্যান্সে পুরো ক্লাব হতাশ। সমর্থকদের অধিকার আছে আমাদের বিরুদ্ধে কথা বলার। তারা যদি আমাদের অপমানও করতে চায়, করতে পারে। এরকম লজ্জিত আগে কখনোই বোধ করিনি। তবে এটাই বাস্তবতা। আমি রাগে, ক্ষোভে কেঁদেছিলাম।’

ভাস্কোর কাছে এমন হারের পরপরই বরখাস্ত করা হয়েছে সান্তোস কোচ ক্লেবার হাভিয়েরকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।