ফারুকীর অসুস্থতার বিষয়ে চিকিৎসক বোর্ড মিটিং বিকেলে

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা: সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে আজ। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

রোববার (১৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা লিখেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই মিটিংয়ের পরই চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

এর আগে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে আরেকটি পোস্টে ফারুকীর সুস্থতার জন্য দোয়া চান তিশা। তিনি জানান, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপ চলাকালে ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত আশঙ্কামুক্ত।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর শনিবার রাতে জানান, ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।