জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ডিএনসিসি

Featured Image
PC Timer Logo
Main Logo

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যাুত্থান স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ-২০২৫’। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ঢাকার স্থানীয় মাঠগুলোতে ফুটবল ফেরাতে, ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এবং নতুন প্রতিভা অন্বেষণে বড় ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট।

ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। dncc-cup.info লিংকে গিয়ে ৩১ আগস্ট পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করতে পারবে দলগুলো।

এই টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘তরুণদের মাঠমুখী করতে এবং পাড়া-মহল্লায় আবারও ফুটবলের সেই পুরোনো উন্মাদনা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। এই টুর্নামেন্ট নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

ইতোমধ্যেই টুর্নামেন্টের নিয়ম জানিয়ে দিয়েছে ডিএনসিসি। বলা হয়েছে- ডিএনসিসি’র প্রতিটি ওয়ার্ড থেকে ১২টি দল টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এবং ঢাকার বাহিরের সর্বোচ্চ ৪টি দল টুর্নামেন্ট খেলতে পারবে।

প্রতিটি দলে ৬ জন মূল খেলোয়াড় এবং ৪ জন অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ১০ জনের দল দিতে হবে। খেলোয়াড়দের বয়স সীমা ১৫ থেকে ৪৫ বছর। তবে জাতীয় দলে খেলা কোনো ফুটবলার অংশ নিতে পারবেন না এই টুর্নামেন্টে।

সেপ্টেম্বর মাসের ৬ তারিখে মাঠে গড়াবে টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রাইজমানি ওয়ার্ডভিত্তিক ১ লক্ষ টাকা। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের জন্য সর্বমোট প্রাইজমানি ৫৪ লক্ষ টাকা। প্রতিটি ওয়ার্ডের চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা আর রানার্সআপ দল পাবে ৪০ হাজার।

অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলোকে ৮ হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ডিএনসিসি’র অধীনে মোট ৮টি মাঠে অনুষ্ঠিত হবে জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ-২০২৫।

একনজরে ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ-২০২৫’ টুর্নামেন্ট-

আয়োজক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)

মোট ওয়ার্ড: ৫৪টি

নিবন্ধনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫

উদ্বোধন: ৬ সেপ্টেম্বর ২০২৫

নিবন্ধন মূল্য: ৮,০০০ টাকা

মোট পুরস্কার: ৫৪ লাখ টাকা

বয়সসীমা: ১৫-৪৫ বছর

দল গঠন: ১০ জন (৬ জন মূল খেলোয়াড়, ৪ জন অতিরিক্ত)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।