এই মাসের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরিতে দুই সপ্তাহের বেশি মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফেরার এক সপ্তাহের মাথায় আবারও ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি। চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি।
২ আগস্ট নেকাক্সারর বিপক্ষে ম্যাচে মাত্র ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর জানা যায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন মেসি।
এই চোটের কারণে দুই সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। গত শনিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরেছিলেন মেসি। সেই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।
তবে সপ্তাহ না ঘুরতেই আবার চোট পেয়েছেন মেসি। জানা গেছে, মাংসপেশির ইনজুরিতে ভুগছেন মেসি। এই চোটের কারণেই আজ ওরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না মেসি।
মেসি কবে ফিরতে পারেন, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানায়নি ইন্টার মায়ামি। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিনের জন্য আবারও বেঞ্চে বসে থাকতে হবে মেসিকে।
এই সময়ে মেসি মিস করতে পারেন ইন্টার মায়ামির বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে মেসিকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নেবে না ক্লাব, আগেই আভাস দিয়েছেন কোচ মাসচেরানো।