মহাখালীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর মহাখালী এলাকার একটি ফার্মেসিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এটি দুইদিন আগে মহাখালীর টিবি গেট এলাকার চাঁদপুর ফার্মেসিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদাবাজির ঘটনা বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। তবে এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ না করায় কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সোস্যালমিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিনের আলোতে একটি ফার্মেসিতে কেনাবেচা চলছে। ফার্মেসির ভেতরে তিনজন বিক্রেতা ও বেশ কয়েকজন ক্রেতা বাইরে ছিলেন। এমন সময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদের ডাকেন। তারা তাৎক্ষণিক সাড়া না দিলে কোমড় থেকে পিস্তল বের করেন। বেশ কিছুক্ষণ তাদের উপর চড়াও হয়ে অস্ত্র উঁচিয়ে কিছু একটা বলেন থাকেন। একপর্যায়ে তাকে ১০ হাজার টাকা দিলে তিনি চলে যান।

  • অস্ত্র
  • চাঁদাবাজি
  • মহাখালী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।