শামীম-জাকেরের প্রতিরোধে লড়াইয়ে পুঁজি পেল বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রথম ম্যাচে হংকংয়ের দেওয়া মামুলি টার্গেট অনায়াসেই পেরিয়ে গিয়েছিলেন তারা। আজ আবুধাবিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি লিটন দাসের দল। শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর শামীম-জাকেরের প্রতিরোধে ৫ উইকেটে ১৩৯ রানের লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। রানের খাতা না খুলতেই ফেরেন দুই ওপেনার ইমন ও তামিম। তাওহিদ হৃদয়ও ইনিংস বড় করতে পারেননি। একবার জীবন পেলেও পরের বলেই রান আউট হয়েছেন ৮ রানে।

লিটন দাস কিছুটা প্রতিরোধের আভাস দিচ্ছিলেন। তবে ২৬ বলে ২৮ রান করা লিটন ফিরেছেন দলীয় ৫৩ রানের মাথায়। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে দল তখন দিশেহারা।

ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন শামীম-জাকের জুটি। রানের গতি বাড়িয়েছেন, ইনিংসও লম্বা করেছেন দুই ব্যাটার। শেষের দিকে তাদের বীরত্বেই বাংলাদেশের স্কোর ১৩০ ছাড়িয়েছে।

শামীম-জাকের দুজনেই খেলেছেন ৩৪ বল। শামীম অপরাজিত ছিলেন ৪২ রানে, জাকের করেছেন ৪১ রান। দুজনের ৮৬ রানের জুটির সুবাদে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ।

২৫ রানে ২ উইকেট নিয়ে লংকানদের সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।