খুলনায় আবাসিক হোটেলে মিলল সাবেক ছাত্রলীগ নেতার ছোট ভাইয়ের লাশ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



খুলনায় আবাসিক হোটেল থেকে তৌহিদুজ্জামান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর সদর থানাসংলগ্ন হোটেল স্টারের চার নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়। নগরীর মতিয়াখালী পঞ্চম গলির মৃত আব্দুল খালেকের ছেলে। এ ছাড়া তুহিন খুলনার সরকারি সুন্দরবন কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম সুমনের আপন ছোট ভাই।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার সকালে সদর থানা সংলগ্ন হোটেল স্টারে এক নারীসহ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তৌহিদুজ্জামান তুহিন কক্ষ ভাড়া নেন। সন্ধ্যায় রুম সার্ভিসের লোকজন তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তার রুমের দরজায় একাধিক নক করা হলেও সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে খাটের ওপর তৌহিদুজ্জামান তুহিনের মরদেহ উদ্ধার করে।তার লাশ খাটের ওপর পরে ছিল। তবে তার সঙ্গে থাকা নারীকে পাওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • আবাসিক হোটেল
  • খুলনা
  • লাশ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।