ট্রাকে বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা ও এসআইসহ নিহত ৩ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও পুলিশের উপ-পরিদর্শকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের লোহাগাড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নিক্কন আঢ্য (৩৫), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফর (৪০) ও যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে আক্তার হোসেন (৪৮)। আবু জাফর যশোর সদরের ভেকুটিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশের উপ-পরিদর্শক নিক্কন যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আবু জাফর ও আক্তার হোসেনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, সোমবার নড়াইল পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে নিক্কন আঢ্যের মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে। সেখানে দুপুরের দিকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই রবিউল আলম জানান, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‌‘নড়াইল এক্সপ্রেস’ এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে ট্রাকে থাকা বাঁশের সঙ্গে আঘাত লাগে। দুর্ঘটনার পরই ভাঙ্গুড়া বাজারের লোকজন আহতদের উদ্ধার করেন। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্যকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখান থেকে পুলিশ কর্মকর্তা নিক্কনকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

 

  • ট্রাক
  • ধাক্কা
  • নিহত
  • বাস
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।