ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির

Featured Image
PC Timer Logo
Main Logo

পাকিস্তানের তরুণ প্রজন্মের আইকন ও জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন ঢাকায়। প্রাণবন্ত ব্যক্তিত্ব, স্টাইলিশ উপস্থিতি আর মিষ্টি হাসির জন্য বাংলাদেশেও সমান জনপ্রিয় এই তারকা।

সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি যোগ দেবেন একটি বিশেষ আয়োজনে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) শেয়ার করা এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই এ খবর জানান। সেখানে তিনি বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। দেখা হবে সবার সঙ্গে।’

উল্লেখ্য, সানসিল্ক পাকিস্তানের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হানিয়া আমির। সেই সূত্রে এবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি। ঢাকায় কয়েকদিন থাকার পরিকল্পনা রয়েছে তার। তবে ঠিক কবে তিনি পৌঁছাবেন, তা পরে জানানো হবে বলে জানিয়েছে সানসিল্ক বাংলাদেশ।

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে হানিয়ার। এরপর এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।

সম্প্রতি তিনি বলিউডে পা রেখেছেন ‘সরদারজি ৩’ ছবির মাধ্যমে, যা পাকিস্তানেও সাফল্য পেয়েছে। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস— সব ধরনের চরিত্রে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই তারকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।