অবশেষে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রীতি ম্যাচের সফরে গিয়ে অবরুদ্ধ নেপালে আটকা পড়েছিল বাংলাদেশ দল। ৪ দিনের টানটান উত্তেজনার পর অবশেষে দেশে ফিরছেন জামাল ভুঁইয়ারা। বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরছেন জাতীয় দলের সব সদস্য।

নেপালে চলমান সংঘাতে বাতিল হয়েছিল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। সেদিন থেকে হোটেলে আটকে পড়েছেন দলের সদস্যরা। গত ৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় পরবর্তী দুদিনেও সেটা সম্ভব হয়নি।

বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার জন্য শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ সরকার। অবশেষে আজ বিশেষ বিমানে জামাল ভুঁইয়াদের দেশে ফিরিয়ে আনছেন তারা।

নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরবে জাতীয় দলের ফুটবলাররা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।

আজ বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিটের পর বিমানবন্দর থেকে ছাড়ার কথা রয়েছে বিমানটির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।