যে পরিকল্পনায় আফগান স্পিনারদের সফল হতে দেয়নি বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আফগানিস্তান স্পিনাররা। বাংলাদেশের ব্যাটাররা রশিদ খানদের সামলাতে পারবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। তবে আবুধাবিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণভাবেই সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচ শেষে ওপেনার তানজিদ তামিম জানালেন আফগান স্পিনারদের সামলানোর রহস্য।

রশিদ খান, নুর আহমেদরা পেয়েছেন দুটি করে উইকেট। তবে দুই পেলেও ওভারপ্রতি ৬ রানের বেশি দিয়েছেন তারা। ঘাজানফর, নবীরা ছিলেন বেশ খরুচে।

যে আফগান স্পিনারদের বিপক্ষে রান নেওয়াই কঠিন, সেখানে কীভাবে এত ভালো করলেন ব্যাটাররা? তামিম অবশ্য জানালেন, আলাদা কোন পরিকল্পনা ছিল না তাদের, ‘এরকম কিছুই ছিল না। আপনি যদি তাদের নাম দেখে খেলেন এটা ডিফিকাল্ট আমাদের জন্য। আমরা শুধু বলকে দেখে খেলার চেষ্টা করেছি। এজন্য আমাদের জন্য বিষয়টা সহজ হয়েছে।’

ডেথ ওভারে বেশি রান তুলতে না পারার আফসোসটা রয়েই গেছে তামিমের, ‘না, আগের ম্যাচে শেষ ৫ ওভারে ফিনিশিং ভালো ছিল কিন্তু শুরুটা বাজে ছিল৷। আজকে হয়ত হয়নি কারণ উইকেট ট্রিকি ছিল। বল ভালোভাবে ব্যাটে আসছিল না সবাই চেষ্টা করেছে ভালো করার।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।