সুপার ফোরে ওঠার স্বপ্নে শ্রীলংকার দিকে তাকিয়ে তামিম

Featured Image
PC Timer Logo
Main Logo

পরের রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে বাংলাদেশ। সুপার ফোরে যেতে হলে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপরই ভরসা করতে হবে লিটন দাসের দলকে। আফগানদের বিপক্ষে জয়ের পর ম্যাচসেরা হওয়া তানজিদ তামিমও বলছেন, নিজেদের কাজটুকু করে শ্রীলংকার দিকেই তাকিয়ে আছেন তারা।

আরও পড়ুন- যে সমীকরণে সুপার ফোরে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকলেও বাংলাদেশের ভাগ্য এখনো পেন্ডুলামের মতো দুলছে। শ্রীলংকা-আফগানিস্তান শেষ ম্যাচে নানা সমীকরণের উপর নির্ভর করবে বাংলাদেশের সুপার ফোরে খেলা। লংকানরা যদি আফগানদের হারিয়ে দেয়, তাহলে আর কোনো সমীকরণের হিসেব না করেই পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ।

তামিম তাই ম্যাচশেষে বলছেন, শ্রীলংকার দিকেই তাকিয়ে আছেন তারা, ‘আমরা নিজেদের কাজটা করেছি। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকেই তাকিয়ে থাকব।’

সুযোগ পেয়েও রান রেট বাড়াতে না পারার কিছুটা আফসোস ছিল তামিমের কণ্ঠে, ‘ এই ম্যাচরান রেট ভালো করার সুযোগ ছিল, করতে পারিনি। এ নিয়ে বেশি আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। জয়ের ব্যবধান বড় হলে আমাদের দলের জন্য ভালো হতো  হয়নি, এখন কিছু করার নেই। কারণ, আমাদের ম্যাচ এটা জিততেই হতো। ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশকে মেলাতে হয় অনেক সমীকরণ। কিন্তু বারবার কেন এমনটা হয়? তামিম অবশ্য এটা নিয়ে খুব বেশি মাথা ঘামান না, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ, ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা যখনই কোনো ম্যাচ খেলতে মাঠে যাই, ১০০ ভাগই দেওয়ার চেষ্টা করি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।