গত বছর ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। ক’দিন আগেই মেয়ের এক বছর পূর্ণ হয়েছে। নিজের হাতে কেক বানিয়েছেন সেই বিশেষ দিনে দীপিকা। জীবনের এই সময়টা যথাসম্ভব উপভোগ করার চেষ্টা করছেন তিনি। তবে কেরিয়ারের দিক দিয়ে সময়টা খুব একটা অনুকূল যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। ভাঙ্গার পর এবার নাগ অশ্বিনের ছবি থেকে বাদ পড়লেন দুয়া জননী।
দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮’। এই ছবির সিক্যুয়েলে দীপিকাকে দেখা যাবে কিনা সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলই। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিল তাকে এই ছবির সিক্যুয়েলে দেখার জন্য। এবার এই নিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। সোশাল মিডিয়ায় একটি পোস্টে ফলাও করে জানানো হয় ‘কল্কি’র সিক্যুয়েলে দীপিকার না থাকার কথা। এদিন ওই পোস্টে বলা হয়, “দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কল্কি ২৮৯৮’ ছবিতে থাকছেন না দীপিকা পাড়ুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবির সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও আমাদের তরফে অনেক শুভকামনা রইল।’
কার্যত এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। শুধু তাই নয় এই পোস্টে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে দীপিকার সময় দিতে না পারাই হয়তো ছবির সিক্যুয়েলে তার অভিনয় করার পথে অন্তরায় হয়ে দাঁড়াল। এর আগে সেই কারণেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। যদিও সেই নিয়ে যখন সরগরম ভারতীয় বিনোদুনিয়া তখনই অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার খবর দিয়েছিলেন নায়িকা।