টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ব্যাটিং নেমে বাংলাদেশের ওপর তাণ্ডব চালিয়েছে ভারতের ওপেনিং জুটি। তবে দুর্দান্ত বোলিংয়ে ভালোভাবেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ১৬৮ রানের পুঁজি পেয়েছে ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। দুই ওপেনার অভিষেক ও গিল রীতিমত তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি বোলারদের ওপর। পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি ভারত, তোলে ৭২ রান।
পাওয়ার প্লের ঠিক পরপর ওপেনিং জুটি ভাঙ্গেন রিশাদ হোসেন। ২৯ বলে ফেরেন গিল। এর পরেই শুরু ভারতের ব্যাটিং বিপর্যয়ের। রিশাদের দুর্দান্ত এক ফিল্ডিংয়ে ৩৭ বলে ৭৫ রান করা অভিষেক ফিরলে বড় ধাক্কা খায় ভারত।
ইনিংসে এরপর থিরু হতে পারেননি সূর্যকুমার, তিলক, দুবে কেউই। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের সুবাদে দলের স্কোর ১৫০ পেরিয়েছে।