কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী খুন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক গিয়াস উদ্দীন (৩৮) নামের এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার দিঘির পাড়ের ছিদ্দিক পেট্রোল পাম্পের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘির পাড়ের গোলাম কাদেরের ছেলে গিয়াস উদ্দীন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের ব্যাবসা করে আসছিলেন। তবে স্থানীয় কয়েক ব্যক্তির নানা অপকর্মের প্রতিবাদ করতেন তিনি। এ জন্য তাকে হত্যা করা হয়ে থাকে বলে এলাকাবাসীর অভিমত।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গিয়াস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করে লাশ পেট্রোল পাম্প এলাকায় ফেলে গেছে। তার মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।

  • কক্সবাজার
  • খুন
  • চকরিয়া
  • ব্যবসায়ী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।